বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর পরিচালক হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সাখাওয়াত উল্লাহ আর নেই। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ছিলেন।
জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তির পর মৃত্যুবরণ করেন চট্টগ্রামের সাবেক এই বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। বুধবার বাদে জোহর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর নগরের কাতালগঞ্জ এলাকার কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ