দীর্ঘ দেড় যুগ পর আগামী সোমবার চট্টগ্রাম নগরীর চকবাজার প্যারেড মাঠে শুরু হচ্ছে ইসলামী সমাজকল্যাণ পরিষদের ৫ দিনব্যাপি তাফসিরুল কুরআন মাহফিল। এ উপলক্ষ্যে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মাহফিলস্থলে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল।
পঞ্চম ও শেষ দিনে বক্তব্য রাখবেন ড. মিজানুর রহমান আজহারী। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
আজ শনিবার চট্টগ্রাম কলেজ রোড এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে আয়োকরা জানান, ১৯৭৭ সাল থেকে ইসলামী সমাজকল্যাণ পরিষদ এ মাহফিলের আয়োজন করে আসছে। আগে মাহফিলের মূল আকর্ষণ ছিলেন প্রয়াত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী। তখন চট্টগ্রাম ও আশপাশের এলাকার হাজার হাজার মানুষের সমাগম ঘটত। ২০০৬ সালে সর্বশেষ এ মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রশাসনিক ও রাজনৈতিক বাধাসহ নানা কারণে মাহফিল হতে পারেনি।
আয়োজকরা জানান, প্যারেড মাঠের মূল প্যান্ডেলে বসবেন পুরুষরা। নারীদের জন্য মহসিন কলেজ মাঠ, কাজেম আলী হাইস্কুল, গুলজার বেগম হাইস্কুল, কিশলয় কমিউনিটি সেন্টার ও কাপাসগোলা কলেজসহ ৫টি স্থানে বসার আলাদা ব্যবস্থা থাকবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের। উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, সহকারি সেক্রেটারি মাওলানা খাইরুল বাশার, মাহফিলের প্রচার বিভাগের প্রধান মুহাম্মদ উল্লাহ, সেলিম উল্লাহ জামান।
বিডি প্রতিদিন/জামশেদ