চট্টগ্রামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগের খেলা। শনিবার সকালে এম এ আজিজ স্টেডিয়ামে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা।
জিয়া ক্রিকেট টুর্নামেন্টের কেন্দ্রীয় আহ্বায়ক রফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মাহবুবের রহমান শামীম।
বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উপদেষ্টা সরকার শামীম আহমেদ।
জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে চট্টগ্রামকে সাজানো হয়েছে নানা আয়োজনে। লাল দল ও সবুজ দলের খেলায় টসে জিতে সবুজ দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। খেলায় লাল দলের অধিনায়ক ছিলেন অধিনায়ক কাজী কামরুল ও সবুজ দলের অধিনায়ক ইফতেখার সাজ্জাদ রনি। খেলার শুরুতে দলীয় সংগীত পরিবেশন করেন জাসাসের শিল্পীরা। পরে মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করেন সাংস্কৃতিক টিম। পরে জাতীয় সংগীতের পর খেলা শুরু হয়। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে মাঠে দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়। খেলায় সবুজ দল ৯৯ রানে লাল দলকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় লাল দলের শহীদুল।
ক্রিকেট টুর্নামেন্টের সদস্য সচিব দেবব্রত পাল দেবুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, এস এম সাইফুল আলম, আপ্যায়ন কমিটির আহ্বায়ক শাহ আলম, মিডিয়াক মিটির আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহীন, শৃঙ্খলা কমিটির আহ্বায়ক শওকত আজম খাজা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, অভ্যর্থনা কমিটির আহ্বায়ক আহমদুল আলম চৌধুরী রাসেল, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির সদস্য কামরুল ইসলাম, মাঠ কমিটির আহ্বায়ক হাজী সালাহউদ্দিন, প্রচার কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন দিপ্তী, সাজসজ্জা কমিটির আহ্বায়ক দিদারুল আলম চৌধুরী, সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সিহাব উদ্দিন মুবিন, তৌহিদুস সালাম নিশাদ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির সদস্য সাইফুল্লাহ চৌধুরী, আবদুল হালিম স্বপন, এম এ মুছা বাবলু, বিপ্লব পার্থ, নুর জাহেদ বাবলু, এস এম শাহ আলম রব প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই