কুতুবদিয়ায় বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় পাঁচ ব্যবসায়ীকে দুই হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের হাসপাতাল গেইট সংলগ্ন ওই পাঁচটি রেস্তোরাঁয় উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃতে এই অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ‘মা-বাবার দোয়া, ঝাল বিতান, বিসমিল্লাহ, আইডিয়াল ভাতঘর ও রাজবাড়ী’ নামক রেস্তোরাঁয় অভিযান চালিয়ে নোংরা পরিবেশে বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরিসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলায় ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন- কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেনসহ পুলিশের একটি বিশেষ দল।
বিডি প্রতিদিন/একেএ