চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মোড়ের হোটেল জামানকে ফ্রিজে জমানো রান্না করা বাসি খাবার রাখা ও ফাঙ্গাস আসা মাংস বিক্রির বিষয়ে ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার সকালে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, রানা দেবনাথ ও মাহমুদা আক্তার।
অভিযানে হোটেল জামান ছাড়াও রান্নায় অনুমোদনহীন রাসায়নিক ব্যবহারের অপরাধে কিচেন রেস্টুরেন্ট ও হোটেল লায়লা নামে আরও দুটি হোটেলকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে পণ্যের মোড়কবিধি লঙ্ঘন এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় করার জন্য সংরক্ষণ করায় ইকরা মেডিসিন সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/একেএ