চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার সাবেক ওসি নেজাম উদ্দীনকে হেনস্তার ঘটনায় চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আবু বক্কর রাজু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হলো। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে, সোমবার (০৬ জানুয়ারি) নগরীর পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে সাবেক ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনকে হেনস্তা করা হয়। এসময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করা হয়। নেজামকে লাঞ্ছিত করে এবং কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলা হয়। পরে নগরের পাঁচলাইশ থানা পুলিশের কাছে মোহাম্মদ নেজাম উদ্দীনকে সোপর্দ করে।
সেখানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নেজামের বিরুদ্ধে নির্যাতন করার নানা ধরনের অভিযোগ করে বিভিন্ন ধরনের স্লোগান দেন। মোহাম্মদ নেজাম উদ্দীন আটক হওয়ার পর সংবাদ ছড়িয়ে পড়লে থানায় মানুষের ভিড় করতে শুরু করে। নেজামের নির্যাতনের শিকার একাধিক মানুষও ভিড় করেন। নেজাম উদ্দিন সবশেষ সিআইডি কুমিল্লাতে দায়িত্ব পালন করেন। এর আগে, নগরের কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানায় ওসির দায়িত্ব পালন করেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ