চট্টগ্রামের মিরসরাই উপজেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের একটি নির্মাণ প্রকল্পে বালু সরবরাহের কাজ নিয়ে বিএনপি ও জামায়াতের স্থানীয় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন।
সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ বাজারে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।
জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। রাজনৈতিক কারণে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা বলে জেনেছি। তবে সন্ধ্যা পর্যন্ত কেউ এ বিষয়ে অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বিজ্ঞানাগার নির্মাণ প্রকল্পে বালু সরবরাহ নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সোমবার সকালে কথাকাটি হয়। পরে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
এসময় সাবেক শিবির নেতা জামাল উদ্দিন (৩৯), ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান (৪৮), যুবদল কর্মী মো. মামুন (৩৫) ও জামায়াত কর্মী আলাউদ্দিন (৩৬) আহত হন। আহতদের মধ্যে জামালকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার মাহবুব আলম গণমাধ্যমকে বলেন, নির্মাণ কাজের বালু ভরাটের কাজ কোনো গ্রুপের লোকদের দেওয়া হয়নি। স্যাম্পলের জন্য বালু নিয়ে আসলে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/এমআই