সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাথে মতবিনিময় করেছে ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। ব্রাজিলে ‘মেইড ইন বাংলাদেশ এক্সপো-২০২৫’ আয়োজনের প্রস্তুতি নিয়ে শনিবার বেলা ১১টায় সিলেট চেম্বার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌসের সভাপতিত্বে সভায় ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) পরিচালক ইমরান চৌধুরী বলেন, বাংলাদেশে উৎপাদিত পণ্যসমূহকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরার লক্ষ্যে ‘মেইড ইন বাংলাদেশ এক্সপো- ২০২৫’ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রদর্শনী বাংলাদেশের শিল্পপণ্য, বিশেষ করে ব্রাজিল এবং অন্যান্য আন্তর্জাতিক বাজারে আমাদের সুনাম বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। আমাদের দেশীয় পণ্যের মান উন্নয়ন, রপ্তানি বৃদ্ধির সুযোগ এবং নতুন বাজার সৃষ্টি করতে এই এক্সপো অনন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আমাদের উৎপাদিত পণ্য বহির্বিশ্বে তুলে ধরে বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে হবে।
সভায় স্বাগত বক্তব্যে সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস বলেন, প্রকৃতি কন্যা সিলেট তার অনন্য ভৌগোলিক অবস্থান এবং ব্যবসা বাণিজ্যের কারণে ব্রাজিলের বিনিয়োগকারীদের জন্য বড় সম্ভাবনার দ্বার। ব্রাজিলের ব্যবসায়ীদের জন্য সিলেটের হাইটেক পার্ক, তথ্য-প্রযুক্তি ও ডিজিটাল সেবা, পর্যটন ও হোটেল, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ খাতে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে।
মতবিনিময় সভায় ‘বিনিয়োগ ও দ্বি-পাক্ষিক ব্যবসা সংক্রান্ত’ বিষয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহী মো. ফয়সল। ‘মেইড ইন বাংলাদেশ এক্সপো-২০২৫’ সংক্রান্ত সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মহাসচিব জয়নাল আবেদিন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের পরিচালক ফখর উস সালেহীন নাহিয়ান, মো. মাহদী সালেহীন, সদস্য মাসনুন আকিব বড় ভূইয়া, উদ্যোক্তা আলেয়া ফেরদৌস তুলি প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই