ঘন কুয়াশার কারণে ঢাকার পরিবর্তে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে আন্তর্জাতিক দুটি ফ্লাইট। রবিবার সকালে ফ্লাইট দুটি অবতরণ করে। প্রায় দুই ঘণ্টা পর কুয়াশা কেটে গেলে ফ্লাইট দুটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, কুয়াশার কারণে রবিবার সকাল ৭টা ৩০ মিনিটের দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা ইউএস-বাংলার বিএস-৩৩৪ নম্বর ফ্লাইটটি ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে ওসমানীতে অবতরণ করে।
এ ছাড়া ৭টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। চীন থেকে ছেড়ে আসা ফ্লাইটটি হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কুয়াশা কাটার পর সকাল সাড়ে ৯টার দিকে ফ্লাইট দুটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
বিডি প্রতিদিন/এমআই