দ্রুত সময়ের মধ্যে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি
আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ কারার দাবি জানান তারা। শুক্রবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সকাল ৫টা (বাদ ফজর) থেকে রাত ৮টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাই অভ্যুত্থানে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার গণহত্যা চালিয়েছে। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত।
তিনি আরও বলেন, গণহত্যার পরও আওয়ামী লীগের অনুশোচনা নেই। বরং তাদের সমর্থকরা দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ভারতসহ বিদেশি শক্তির সহায়তায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ