দেশে নারীদের প্রতি সহিংসতা ও ধর্ষণের মতো ঘটনার প্রতিবাদে সমাবেশ ও পদযাত্রা করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ রবিবার সকাল সাড়ে ১১টায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় তারা এ সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, জুলাইয়ের মেয়েরা রাজপথ ছাড়ে নাই। তারা বিশ্ববিদ্যালয় এলাকার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন এবং নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে নানা স্লোগান দেন। মিছিলের সময় ‘এই দায় শুধু তোর, তুই ধর্ষক’, স্টপ জেন্ডার বেইজড ভায়োলেন্স’, আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, লেখা প্লাকার্ড বহন করতে দেখা যায় শিক্ষক-শিক্ষার্থীদের।
বিডি প্রতিদিন/আরাফাত