চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খাদিজা মিতু বলেছেন, “আমাদের দেশে ধর্ষণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি সামগ্রিক সামাজিক সমস্যা, যার অন্তর্নিহিত কিছু কারণ রয়েছে। শুধু বিচার করলেই সমস্যার সমাধান হবে না, মানসিকতার পরিবর্তন জরুরি।”
নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে চবি শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। রবিবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এ সময় শিক্ষকরা দেশের বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। প্রতিবাদ সমাবেশে প্রায় ৫০ জন শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সমাবেশের সঞ্চালনা করেন মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক লাইলুন নাহার। এতে বক্তব্য রাখেন আইন বিভাগের অধ্যাপক ড. রকীবা নবী। তিনি বলেন, “নারীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের আরও সোচ্চার হতে হবে। দেশের প্রচলিত আইনগুলো কার্যকর করে নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে।”
এক শিক্ষার্থী বলেন, “আমরা আশা করেছিলাম, নতুন বাংলাদেশে প্রতিটি মানুষ তার অধিকার নিশ্চিতভাবে পাবে। কিন্তু এখনো আমরা আইনের যথাযথ বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। নারীর প্রতি সকল অবমাননার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি।”
বিডি প্রতিদিন/আশিক