ধর্ষক ও নিপীড়কদের ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা নারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের দাবিও জানিয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর এ কর্মসূচি পালিত হয়।
শিক্ষার্থীরা জানান, দর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড হওয়া জরুরি। যাতে নিপীড়করা ধর্ষণের কথা চিন্তা করলেও ভয় পায়। নারীরা কোথাও আজ নিরাপদ নয়। নারীর নিরাপত্তা ও যথাযথ অধিকার নিশ্চিত করতে হবে।
সমাবেশে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজিব বলেন, দেশে আজ পরিকল্পিত ধর্ষণযজ্ঞ চলছে। যেখানে আট বছরের শিশুও রক্ষা পায়নি। এসকল ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের নারীদের অবদান অনেক। আন্দোলন করতে গিয়ে অনেক বোন ধর্ষণ ও নিপীড়নের শিকার হয়েছেন। তাদের ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ। এদেশে ধর্ষকদের ঠাঁই নেই।
অবিলম্বে সকল ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি। বিক্ষোভে বিভিন্ন হলের ছাত্রীসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এদিন বিকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে নারীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানিয়ে মানববন্ধন করে শাখা ছাত্র অধিকার পরিষদ।
মানববন্ধনে জেবা রাহাত তন্দ্রা বলেন, আমরা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছি, অথচ ধর্ষকের শাস্তি হচ্ছে না। নারী উত্ত্যক্তকারীকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এখনই সোচ্চার না হলে নারীদের আরও নির্যাতিত হতে হবে।
শিক্ষার্থী আফরিনা আফরিন বলেন, ১৮৫৭ সালে অধিকার আদায়ের রাজপথে নামলে তৎকালীন রাষ্ট্রশক্তি নারীদের নির্যাতন চালায়। এ নির্যাতন এখনও ক্রমবর্ধমানভাবে চলেছে। ৮ মার্চকে নারী দিবস হিসেব ঘোষিত হলেও সমাজে নারীদের অবস্থানের উন্নতি হয়নি। এখনও নারীর চিন্তা ও বুদ্ধি লবণের কৌটায় সীমাবদ্ধ রাখা হয়।
ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান বলেন, চব্বিশের নারী-পুরুষের সম্মিলিত গণঅভ্যুত্থান হলো। অথচ এখনও নারীদের ওপর দমন-নিপীড়ন চলছে। রাস্তাঘাট, বাড়ি, গাড়ি সর্বত্র নারীরা ধর্ষিত হচ্ছে। অথচ উপদেষ্টারা ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে পারছেন না। অবিলম্বে ধর্ষণ ও নিপীড়কদের শাস্তি নিশ্চিত করুন অথবা অপারগতায় দায়ে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন।
সংগঠনের সদস্য সচিব আল শাহরিয়ার শুভর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন রাকসু আন্দোলন মঞ্চের সদস্য সচিব আমানুল্লাহ খান আমানসহ অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/জুনাইদ