জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার জোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাস্কর্য চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা 'সন্ত্রাসীদের ঠিকানা- খুনিদের ঠিকানা এই বাংলায় হবে না', 'আমার ভাই আহত কেন-প্রশাসন জবাব চাই', 'যে হাত ছাত্র মারে- সে হাত ভেঙে দাও' সহ বিভিন্ন স্লোগান দেন।
এর আগে সোমবার দিবাগত রাতে রাস্তায় নির্মাণাধীন ঢালাইয়ের ওপর পা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা শহিদুল হক সহিদের নেতৃত্বে জবি শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়। আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিক্যাল, ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত শহিদুল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৩৮নং ওয়ার্ড (ওয়ারি থানা) সাধারণ সম্পাদক।
বিডি প্রতিদিন/আরাফাত