জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে শেষ হয়েছে এবারের ভর্তি যুদ্ধ। একইসাথে রমজানের মধ্যেই সব ইউনিটের ফলাফল ঘোষণা করে ঈদের পরে ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত আলাদাভাবে দুই শিফটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে দুপুরে পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, আমরা সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা শেষ করতে পেরেছি। আশা করি রমজানে সব ইউনিটের ফলাফল প্রকাশ করে ঈদের পর ক্যাম্পাস খুললেই ভর্তি কার্যক্রম শুরু করে দেব।
ব্যবসায় শিক্ষ অনুষদের ৫২০টি আসনের বিপরীতে মোট আবেদন করেন ২০ হাজার ১১২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ১৬ হাজার ১৯০ জন, যা মোট শিক্ষার্থীর শতকরা ৮০ দশমিক ৫০ শতাংশ।
এদিন, সকাল সাড়ে নয়টায় থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রথম শিফটের পরীক্ষা দিয়ে শুরু হয় ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা। এরপর দ্বিতীয় শিফটের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়ের চেয়ে ১৫ মিনিট পিছিয়ে বিকাল ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা ৪৫ মিনিটের মধ্যদিয়ে শেষ হয় ‘সি’ ইউনিটের পরীক্ষা।
ব্যবসায় শিক্ষা অনুষদের প্রথম শিফটে ৮ হাজার ৭৮১ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৭ হাজার ৩৬০ জন শিক্ষার্থী, যা প্রথম শিফটের মোট শিক্ষার্থীর শতকরা ৮৪ দশমিক ৭৮ শতাংশ। দ্বিতীয় শিফটে ১১ হাজার ৪৩১ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৮ হাজার ৮৩০ জন শিক্ষার্থী, যা দ্বিতীয় শিফটের মোট শিক্ষার্থীর শতকরা ৭৭ দশমিক ২৫ শতাংশ।
উল্লেখ্য, ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
এর আগে গত ৩১ ডিসেম্বর ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদের) ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হয় এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।
বিডি-প্রতিদিন/বাজিত