কুয়েট শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। ইতোমধ্যেই বহু শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন। সকাল সাতটা থেকে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন।
জানা যায়, সার্বিক নিরাপত্তার স্বার্থে গতকাল ৯৯ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকাল জন্য সকল হলসহ একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কুয়েট কর্তৃপক্ষ। আজ সকাল দশটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সকাল থেকেই হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থী। হঠাৎ করে এমন নোটিশ দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে।
গতকাল ক্যাম্পাস ত্যাগ না করার জন্য রাতে মিছিল করেছে শিক্ষার্থীরা। তবে সকাল থেকে ক্যাম্পাস ত্যাগ করে শিক্ষার্থীরা। তারা বলছেন যেহেতু কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারছে না তারা ক্যাম্পাস ত্যাগ করছেন। অনেক শিক্ষার্থী বলছেন রোজার ছুটিতে তাদের যাওয়ার জন্য বিভিন্ন সময় টিকিট কাটা ছিল। কিন্তু হঠাৎ করেই হলত্যাগের কারনে যানবাহনের সংকটে পড়বেন তারা।
বিডি প্রতিদিন/হিমেল