স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিনদফা দাবিতে পদযাত্রা করেছে রাজশাহী বিশ্বিবদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ জোহা চত্বর থেকে নগরীর তালাইমারী মোড় পর্যন্ত এ পদযাত্রা হয়।
শিক্ষার্থীদের অন্য দাবি, অবিলম্বে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসী ও ধর্ষকদের বিচার ও জেল পলাতক আবরার ফাহাদের খুনিকে গ্রেফতার নিশ্চিত করা।
বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মেহেদি মারুফ বলেন, ধর্ষকদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। অপারেশন ডেভিল হান্টে শুধু চুনোপুঁটি নয় রাঘব বোয়ালদেরও ধরুন। আবরার ফাহাদের খুনিকে অবিলম্বে গ্রেফতার করুন। স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান।
পদযাত্রা চলাকালে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/আরাফাত