ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একটি বাস উল্টে গিয়ে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। বেশি আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয় এবং কম আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মঙ্গলবার কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসের দিকে আসার পথে বিত্তিপাড়া এলাকায় আসলে সোহাইল নামের ভাড়া চালিত বাসটি দ্রুত গতিতে আরেকটি গাড়িকে ওভারটেক করার সময় এ দুর্ঘটনাট ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি বাস কুষ্টিয়া-খুলনা মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় পৌঁছালে এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। বাসটিতে মোট ৪০ জনের মতো শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধিকাংশ আহত শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে মেসে এবং হলে ফিরেছেন।
সরেজমিন দেখা যায়, বিত্তিপাড়া এলাকায় একটি ফাঁকা কাদাযুক্ত জায়গায় বাসটি উল্টে যায়। বাসটির পেছনে বিশ্ববিদ্যালয়ের আরো কয়েকটি বাস ছিল। ফলে অন্যান্য বাসের শিক্ষার্থীরা দ্রুত নেমে তাদেরকো উদ্ধার করে। বাসটির সকল শিক্ষার্থী কম বেশি আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েকজনের পায়ে কাচ ভেঙে শরীরে রয়েছে। আমারা সতর্ক আছি। অপারেশনের জন্য রেফার আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।’
বিডি প্রতিদিন/এএম