জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিএসসি প্রথম বর্ষের 'এ' ইউনিটের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার। কাল 'এ' ইউনিটে ৮৬০ টি আসনের বিপরীতে প্রতি আসনে লড়াই করবেন ৫১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
(শনিবার) সকাল সাড়ে দশটায় প্রথম শিফটের পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। কাল 'এ' ইউনিটে ৮৬০ টি আসনের বিপরীতে মোট ৪৪ হাজার ২২৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী তিনটা আলাদা শিফটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
প্রথম শিফটে পরীক্ষা শুরু হবে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হবে দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত এবং সর্বশেষ তৃতীয় শিফটের পরীক্ষা বিকেল চারটা থেকে শুরু হয়ে পাঁচটা পর্যন্ত চলবে।
এবারের ভর্তি পরীক্ষায় মোট ১০০ নম্বরের মধ্যে ২৮ নম্বর এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। বাকি ৭২ নম্বরের মধ্যে লিখিত অংশে ৪৮ নম্বর, বহুনির্বাচনী প্রশ্নে ২৪ নম্বর বরাদ্দ থাকবে। তবে বহুনির্বাচনী প্রশ্নে কোনো নেগেটিভ নম্বর থাকবে না।
আগামী ২৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা অনুষদের 'সি' ইউনিটের মধ্যে দিয়ে শেষ হবে এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।
উল্লেখ্য, ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরে গুচ্ছভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
গত ৩১ ডিসেম্বর 'ই' ইউনিটের চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা।
বিডি প্রতিদিন/আশিক