তিন দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইব্রাহিম খলিল নামের এক শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি।
আজ বুধবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভাস্কর্য চত্বরে তিন দফা দাবিতে গতকালের ন্যায় এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি। এ সময় তাকে দুটি প্লেকার্ডে ‘তিন দফা দাবি’ সংবলিত লেখা পাশে নিয়ে বসে থাকতে দেখা যায়।
তবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া এ শিক্ষার্থীর সঙ্গে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ কথা বলতে কিংবা দেখা করতে আসেনি বলে জানা যায়। এর আগে গতকাল দুপুরে এ শিক্ষার্থী উপাচার্য বরাবর একটি স্মারকলিপি জমা দেন।
তিন দফা দাবি হলো—
১. প্রতি এক হাজার ৫০০ শিক্ষার্থীদের বিপরীতে একটি করে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দিতে হবে। অর্থাৎ ২০ হাজার শিক্ষার্থীর জন্য ১৩টি অ্যাম্বুলেন্স দিতে হবে।
২. বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে অত্যাধুনিক মেডিকেল সেন্টার হিসেবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। যেখানে এক্সরে, এমআরআই, সিটিস্ক্যান করার ব্যবস্থা থাকবে।
৩. উপরের দুটি দাবিই চলতি অর্থ বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে।
তিন দফা দাবির বিষয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া ইব্রাহিম খলিল বলেন, ‘আজ আহাদ ভাই মারা গেলো। সেদিন অ্যাম্বুল্যান্সের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন না থাকায় আজ আহাদ ভাইয়ের ক্ষতি হয়েছে, যা আজ আজ আহাদ ভাইয়ের মৃত্যুকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। আজ রাতের মধ্যে তিন দফা দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি দেবো।’
বিডি প্রতিদিন/জুনাইদ