এবার তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচিতে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামি ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইব্রাহিম খলিল নামের এক শিক্ষার্থী।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভাস্কর্য চত্বরে এই অবস্থান কর্মসূচিতে বসেন শিক্ষার্থী ইব্রাহিম খলিল। এসময় তাকে দুইটি প্লেকার্ডে 'তিন দফা দাবি' সম্বলিত লেখা পাশে নিয়ে বসে থাকতে দেখা যায়। এর আগে, ইব্রাহিম খলিল উপাচার্য বরাবর একটি স্মারকলিপি জমা দেন।
ইব্রাহিম খলিলের তিন দফা দাবি হলো-
১। প্রতি এক হাজার ৫০০ শিক্ষার্থীদের বিপরীতে একটি করে অত্যাধুনিক এম্বুলেন্স দিতে হবে। অর্থাৎ ২০ হাজার শিক্ষার্থীর জন্য ১৩টি এম্বুলেন্স দিতে হবে।
২। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে অত্যাধুনিক মেডিকেল সেন্টার হিসেবে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। যেখানে এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান করার ব্যবস্থা থাকবে।
৩। উপরের দুইটি দাবিই চলতি অর্থ বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে।
তিন দফা দাবির বিষয়ে অবস্থান কর্মসূচিরত শিক্ষার্থী ইব্রাহিম খলিল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের দাবিগুলো যৌক্তিক এবং ন্যায়সঙ্গত। তাই আমি মনে করি আমার দাবিগুলো দ্রুত মেনে নিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে যতদিন না পর্যন্ত আমার তিন দফা দাবি মেনে না নিবে ততদিন পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ