খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি বন্ধসহ ৪ দফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুরের দিকে তারা এ অবস্থান কর্মসূচি থেকে ৪ দফা দাবি ঘোষণা করেন। বিকাল ৫টার মধ্যে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দেয়া হয়।
এ সময় ক্যাম্পাসে ছাত্রদলের রাজনীতি প্রবেশ করানো ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ১৮ জন শিক্ষার্থীকে আজীবন বহিস্কারের দাবি জানানো হয়। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
শিক্ষার্থীরা জানান, ৫ আগস্টের পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানানো হচ্ছে। তবে গত কয়েকদিন ধরে ছাত্রদল ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে। এতে বাধা দিলে সাধারণ ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার ৪ দফা দাবি জানিয়ে বিকাল ৫টার মধ্যে বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
দাবিগুলো হচ্ছে- (১) কুয়েটে ছাত্রদলের রাজনীতি প্রবেশ করানো ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ১৮ জন ছাত্রকে আজীবন বহিস্কার, (২) কুয়েটে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধকরণ ও শাস্তির বিধান উল্লেখপূর্বক অর্ডিনেন্সে যুক্ত, (৩) কুয়েটে রাজনীতি প্রবেশে সহায়তাকারী শিক্ষক কর্মকর্তা কর্মচারিদের শাস্তির আওতায় আনা ও (৪) নিরাপত্তাজনিত কারণে ক্যাম্পাসকে সিসি টিভির আওতায় আনা।
সাধারণ শিক্ষার্থীরা জানান, দাবি মানা না হলে ধারাবাহিক কর্মসূচি দেওয়া হবে।
বিডি প্রতিদিন/জামশেদ