রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ফেব্রুয়ারির শেষেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ এবং দ্রুতই নির্বাচন দেয়া চেষ্টা চলছে। এক্ষেত্রে সকলকে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান করছি।
সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে রাকসু সংলাপ: সংস্কার ও নির্বাচন শীর্ষক সংলাপে এসব কথা বলেন রাবি উপাচার্য।
সংলাপে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ড. পারভেজ আযহারুল হকের সঞ্চালনায় শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রশিরিব, স্টুডেন্ট রাইটস সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক, সাংবাদিক সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ডিবেটিং সোসাইটিসহ বিভিন্ন সংগঠনের ২০ জন প্রতিনিধি অংশ নেন।
শিক্ষক ও প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম, রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান রাকসু’র সাবেক হল শাখার প্রতিনিধি শামীম আরা চৌধুরী অংশ নেন।
নেতৃবৃন্দ রাকসুর গঠনতন্ত্র সংস্কার ও সকলের ঐক্যমতের ভিত্তিতে অবিলম্বে রাকসু নির্বাচনের তাকিদ দেন। তারা সুষ্ঠু নির্বাচনে প্রশাসনকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।
সংলাপে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অফ পার্টি আমিনুল এহসান বলেন, ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল অংশীজনদের মধ্যে ঐক্যমত জরুরি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিনিধি নির্বাচন বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষার্থীদের প্রকৃত অংশগ্রহণ নিশ্চিত করে।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার, সিনিয়র প্রোগ্রাম অফিসার এএসএম জুনায়েদ মুফরাদ ও প্রোগ্রাম অফিসার আশেক তানভীর অনীকসহ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত