জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) কলা ও আইন অনুষদের প্রথম বর্ষের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শুরু হয়ে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত আলাদাভাবে তিন শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কলা ও আইন অনুষদের ৫৯০টি আসনের বিপরীতে মোট আবেদন করেন ৪২ হাজার ৯৭৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ৩৪ হাজার ৯৮২ জন। যা মোট পরীক্ষার্থীর শতকরা ৮১ দশমিক ৩৪ শতাংশ।
সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত প্রথম শিফটের পরীক্ষা দিয়ে শুরু হয় কলা অনুষদের ভর্তি পরীক্ষা। এরপর দ্বিতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা এবং বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত তৃতীয় শিফটের মধ্যে দিয়ে শেষ হয় 'বি' ইউনিটের পরীক্ষা।
আগামী ২২ ফেব্রুয়ারি (বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সাইন্স অনুষদের) 'এ' ইউনিটের এবং ২৮ ফেব্রুয়ারি (ব্যবসায় শিক্ষা অনুষদের) 'সি' ইউনিটের মধ্যে দিয়ে শেষ হবে এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
উল্লেখ্য, ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরে গুচ্ছভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
এ-র আগে গত ৩১ ডিসেম্বর 'ই' ইউনিটের (চারুকলা অনুষদের) ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।
বিডি প্রতিদিন/আরাফাত