জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আলাদাভাবে দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সামাজিক বিজ্ঞান অনুষদের ৫৯০টি আসনের বিপরীতে মোট আবেদন করেন ২৪ হাজার ৯৫৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ২১ হাজার ৭২১ জন। যা মোট পরীক্ষার্থীর শতকরা ৮৭ শতাংশ।
এদিন, সকাল সাড়ে নয়টায় প্রথম শিফটের পরীক্ষা দিয়ে ‘ডি’ ইউনিটের সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হয়। এরপর বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত দ্বিতীয় শিফটের মধ্যদিয়ে শেষ হয় ‘ডি’ ইউনিটের পরীক্ষা।
উল্লেখ্য, ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
আগামীকাল শনিবার (কলা অনুষদের) ‘বি’ ইউনিটের, ২২ ফেব্রুয়ারি (বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সাইন্স অনুষদের) ‘এ’ ইউনিটের এবং ২৮ ফেব্রুয়ারি (ব্যবসায় শিক্ষা অনুষদের) ‘সি’ ইউনিটের মধ্যদিয়ে শেষ হবে এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।
এর আগে গত ৩১ ডিসেম্বর ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদের) ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা।
বিডি-প্রতিদিন/বাজিত