জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (কলা অনুষদের) ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটে ৭৮৫টি আসনের বিপরীতে প্রতি আসনে লড়াই করবেন ৫৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
শনিবার সকাল সাড়ে নয়টায় প্রথম শিফটের পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের কলা অনুষদের ভর্তি পরীক্ষা। ‘বি’ ইউনিটে ৭৮৫টি আসনের বিপরীতে মোট ৪২ হাজার ৯৭৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী তিনটা আলাদা শিফটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
প্রথম শিফটে পরীক্ষা শুরু হবে শনিবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এবং সর্বশেষ তৃতীয় শিফটের পরীক্ষা বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হয়ে সাড়ে চারটা পর্যন্ত চলবে।
উল্লেখ্য, ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
আগামী ২২ ফেব্রুয়ারি (বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সাইন্স অনুষদের) ‘এ’ ইউনিটের এবং ২৮ ফেব্রুয়ারি (ব্যবসায় শিক্ষা অনুষদের) ‘সি’ ইউনিটের মধ্যদিয়ে শেষ হবে এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।
গত ৩১ ডিসেম্বর ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদের) ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা।
বিডি-প্রতিদিন/বাজিত