ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষে কামিল মাস্টার্স প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষার ফরম ফিলাপ আগামী ১৮ ফেব্রুয়ারি শুরু হবে।
মঙ্গলবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত মাদরাসায় কামিল (স্নাতকোত্তর) প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষা-২০২৩ এর নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, মান উন্নয়ন এবং রিটেইক পরীক্ষার্থীদের ফরম পূরণ আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
পরীক্ষার্থীর যোগ্যতা ও রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশনাবলী এবং ফরম পূরণের পদ্ধতিসহ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.iau.edu.bd ও হেল্প ডেস্ক ০১৭০৯৩৮৯০০৭ এবং [email protected] এ যোগাযোগ করা যাবে।
বিডি প্রতিদিন/কেএ