রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে 'শহীদ আবু সাঈদ স্মৃতি বইমেলা'।
আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনব্যাপী বইমেলা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত হবে। এখানে বিভিন্ন প্রকাশনা সংস্থা, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন, জেলা সমিতি, বিভাগীয় সংগঠন, সাহিত্য সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনসহ অন্যান্য সংগঠন স্টল বরাদ্দ পাবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহীদ আবু সাঈদের নামে এই ৭ দিনব্যাপী বইমেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শহীদ আবু সাঈদ স্মৃতি বইমেলা আয়োজনের খবরে শিক্ষার্থীরা আনন্দিত ও উৎসাহী। অনেকেই মনে করছেন, এটি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।
বিডি প্রতিদিন/হিমেল