রাজধানীর ধানমন্ডি এলাকার সায়েন্সল্যাবরেটরি মোড়ে সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রবিবার বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ধাওয়া পাল্টা-ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় উভয়পক্ষেরই বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
ধানমন্ডি থানার কর্তব্যরত অফিসার সাব্বির হায়দার গণমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
বিডি প্রতিদিন/আরাফাত