জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা আজ রবিবার থেকে শুরু হবে। যা চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
শনিবার (৮ ফেব্রুয়ারি) জাবি কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্টার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, জাবিতে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত ২১ জানুয়ারি। ৭টি ইউনিটে অনুষ্ঠিততব্য এ পরীক্ষায় ১ হাজার ৮১৪টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৬২ হাজার ৪৯০টি। সে হিসেবে এবার জাবিতে প্রতিটি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১৪৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
মোহাম্মদ আলী রেজা জানিয়েছেন, প্রতিবারের মতো এবারও ইউনিট ভিত্তিক জাবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামীকাল ৯ ফেব্রুয়ারি ৫ শিফটে ‘ডি’ (জীববিজ্ঞান অনুষদ) ইউনিটে আবেদনকারী ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরের দিন ১০ ফেব্রুয়ারি একই ইউনিটের ছাত্রদের ভর্তি পরীক্ষা প্রথম ৪ শিফটে অনুষ্ঠিত হবে। ওইদিন, ৫ম শিফটে আইবিএ-জেইউ-এর (ছাত্র-ছাত্রী উভয়) ভর্তি পরীক্ষাও অনুষ্ঠিত হবে।
এবছর জাবিতে ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৩১০ টি আসনে আবেদন জমা পড়েছে ৮৬ হাজার ৭৬৮টি। যেখানে আসন প্রতি লড়বেন ২৮০ জন শিক্ষার্থী।
১১ ফেব্রুয়ারি প্রথম দুই শিফটে ‘ই’ ইউনিটের অন্তর্ভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন প্রথম শিফটে ছাত্রীদের এবং দ্বিতীয় শিফটে ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইদিন ৩য় শিফট থেকে ৫ম শিফট পর্যন্ত ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরের দিন ১২ ফেব্রুয়ারি ৫ শিফটে ‘এ’ ইউনিটের ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ অনুষদ) ২০০ টি আসনের বিপরীতে ১৫ হাজার ১৮৩টি আবেদন জমা পড়েছে। এতে আসন প্রতি লড়বেন ৭৬ জন। এবং এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ৪২৬ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৭৩ হাজার ১৬৯টি। এতে আসন প্রতি লড়বেন ১৭২ জন শিক্ষার্থী।
১৩ ফেব্রুয়ারি ছয় শিফটে ‘সি’ ইউনিটের (কলা ও মানবিক অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম তিন শিফটে মেয়েদের এবং পরবর্তী তিন শিফটে ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটে মোট আসন ৪৩৮ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫৩ হাজার ৪০১টি। যেখানে প্রতি আসনে ১২২ জন শিক্ষার্থী লড়বেন।
১৭ ফেব্রুয়ারি ১ম শিফটে ‘সি-১’ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ওইদিন শেষের তিন শিফটে ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ২ শিফটে মেয়েদের এবং তৃতীয় শিফটে ছেলেদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ) ৩২৬ টি আসনের জন্য আবেদন পড়েছে ২৩ হাজার ৭৭৪টি। এতে আসন প্রতি লড়বেন ৭৩ জন।
এছাড়া সি-১ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের লিখিত পরীক্ষায় (MCQ) উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় এবং চারুকলা বিভাগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, পরীক্ষার প্রবেশপত্র ju-admission.org ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
বিডি প্রতিদিন/মুসা