রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির। শনিবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ডিন'স কমপ্লেক্সে এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি নূরুল ইসলাম বলেন, স্বাধীনতার পর দেশে যেভাবে কারিগরী, গবেষণা কার্যক্রমের বিকাশ হওয়া দরকার ছিল সেইভাবে হয়নি। গত ১৫ বছর ফ্যাসিস্ট রেজিমেরা একটা অথর্ব শিক্ষাব্যাবস্থা চালু করে গেছে। যার পরিণতি আমরা ভোগ করছি। তাই শিক্ষা ব্যাবস্থার সংস্কার অতীব জরুরি। পুরষ্কৃতদের অভিনন্দন জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে রাবি উপ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, আগে টাকার বিনিময়ে ছাত্র-ছাত্রীরা হলে সিট পেতো। বর্তমানে সেই অবস্থার পরিবর্তন ঘটেছে এবং মেধার ভিত্তিতে শিক্ষার্থীরা হলে উঠছে। পুরষ্কৃতদের দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, সেক্রেটারি মুজাহিদ ফয়সাল, সাবেক সভাপতি হেলাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আরাফাত