কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা ঝাউদিয়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
শনিবার দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে অবরোধ করেন তারা। এতে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগে সর্বাধিক গুরুত্বপূর্ণ সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যেও উদ্দেশ্যে যাত্রা করা মানুষ।
এর আগে শনিবার দুপুরে ইবির পাশের বিত্তিপাড়া, হরিনারায়নপুর, লক্ষ্মীপুর, মধুপুর, আব্দালপুর ও শান্তিডাঙ্গাসহ আশপাশের এলাকার বাসিন্দারা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের সামনে জড়ো হন। এরপর তারা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী বলেন, 'আমরা কর্মসূচি শান্তিপূর্ণ রাখতে চেয়েছিলাম। কিন্তু বিক্ষুদ্ধ এলাকাবাসী কোনোভাবেই সড়ক ছাড়তে রাজি না হওয়ায় ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মহাসড়ক অবরোধ করতে হয়েছে।
দুপুর ২টার দিকে অবরোধস্থলে পৌঁছান কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ। তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা বাস্তবায়ন কমিটির নেতাদের সঙ্গে। পরে সংগঠনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা অবিলম্বে ঝাউদিয়ায় স্থানান্তরের দাবি জানান ৬ ইউনিয়নের বাসিন্দারা। তাদের সঙ্গে আগামী ১০ ফেব্রুয়ারি পুলিশ সুপারের আনুষ্ঠানিক মিটিং হওয়ার কথা। এরমধ্যেই ইবি থানা তার আগের জায়গাতেই রাখার দাবি উঠলো।
বিডি প্রতিদিন/আরাফাত