চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটিতে সংস্কার, নির্বাচন ও সমন্বয় ইস্যুতে ‘জাতীয় ঐকমত্যের সন্ধানে’ শীর্ষক আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন আরেফিন নগর সাউদার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি) ও সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের আয়োজনে সংলাপে প্রধান অতিথি ছিলেন অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য প্রফেসর ড. এ কে এনামুল হক। সভাপতিত্ব করেন সিসিআরএসবিডি'র নির্বাহী পরিচালক প্রফেসর ড. মাহফুজ পারভেজ।
সংলাপে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ মডারেটর হিসেবে সংস্কার, নির্বাচন ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাউদার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফুজ্জামান। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম নছরুল কদির, সাউদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী চৌধুরী, সিনিয়র সাংবাদিক শামসুল হক হায়দারী, ৭১ টিভির সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী এবং বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি সমন্বয়ক ইমন আলোচনায় অংশ নেন।
সংলাপে বক্তারা ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। তারা জনগণের চাহিদার সাথে সমন্বয় রেখে প্রশাসনিক কাঠামো সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে পুলিশ, বিচার বিভাগ, প্রশাসন, রাজনীতি ও আর্থ-সামাজিক স্থিতিশীলতার ওপর জোর দেন।
ছাত্র প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা থেকে দেশ ও জাতির উন্নয়নে ভাবনা প্রকাশ করেন এবং জুলাই বিপ্লবকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান। প্রধান অতিথি ব্যক্তিগত সংস্কারের ওপর গুরুত্বারোপ করে তার দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন।
সবশেষে আলোচকরা দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী জাতীয় ঐক্য সুদৃঢ় করতে অত্যাবশ্যকীয় সংস্কার, ভোটাধিকারের নিশ্চয়তা ও প্রয়োজনীয় সমন্বয়ের আহ্বান জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল