খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইসিই বিভাগের এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। কুয়েটের গণসংযোগ কর্মকর্তা মো. শাহেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহেদুজ্জামান জানান, গেল বছর ১১ সেপ্টেম্বর এম এ রশিদ হলে ইসিই বিভাগের শিক্ষার্থী জাহিদুর রহমানকে শারীরিক ও মানসিকভাকে নির্যাতন করে কিছু শিক্ষার্থী। এ ঘটনায় গুরুতর আহত হয় ওই শিক্ষাথী এবং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করে। বিষয়টি ছাত্র শৃঙ্খলা কমিটির দৃষ্টিগোচরে এলে তারা তদন্ত শুরু করে। তদন্তে শঙ্খলা ভঙ্গের সাথে বিশ্ববিবিদ্যালয়ের ১৩ জনে সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের মধ্যে ১০ জনের ছাত্রত্ব বাতিল ও বহিষ্কার এবং ৩ জনের বিভিন্ন মেয়াদে সাজার সুপারিশ করে, যা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, গত ২৭ জানুয়ারি কুয়েটের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাজাপ্রাপ্তদের হাতে আজ চিঠি পৌঁছেছে।
বিডি প্রতিদিন/আরাফাত