রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার গ্রীনমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বৃহস্পতিবার দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিযোগীরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান। খেলাধুলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের ভাইস প্রিন্সিপাল আবদুল্লাহ আল মাসউদ, কো-অর্ডিনেটর তাবাস্সুম ফেরদৌসী ডোনা, ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আহ্বায়ক মাসুম রেজা প্রমুখ। অনুষ্ঠানে সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাসহ স্টাফগণও অংশ নেন।
ক্রীড়া প্রতিযোগিতার মোট ২৩টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল দৌড়, রিলে রেস, হাড়ি ভাঙা, ক্রিকেট, ফুটবল, যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন ইভেন্ট। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি, মেডেল ও সার্টিফিকেট বিতরণ করা হয়।