নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীরা জিরো পয়েন্ট মোড়ে অবস্থান কর্মসূচি পালন শেষে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহজালাল ও শাহ আমানত হল পার হয়ে সোহরাওয়ার্দী মোড় অতিক্রম করে। পরে আলাওল ও এফ রহমান হলের সামনে দিয়ে পরিবহন দফতর হয়ে বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশনে পৌঁছায়। সেখানে সমাবেশ করে শিক্ষার্থীরা বক্তব্য দেন।
এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের চবি শাখার সেক্রেটারি আব্দুর রহমান বলেন, আমাদের অসংখ্য ভাইবোনকে শহীদ করে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গরা দেশ ছেড়ে পালিয়েছে। তারা পলাতক থেকে ফেব্রুয়ারি ও মার্চ মাসে কর্মসূচি ঘোষণা দিয়েছে। আমরা তাদেরকে বলতে চাই তোমরা আসো, তোমাদের বিচার করতে এ দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। এ দেশে কখনো আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফিরে আসতে পারবে না।
সমাবেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সহ-সমম্বয়ক ও ইসলামী ছাত্রশিবির চবি শাখার অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদ বলেন, ডিসেম্বরে বাশার আল আসাদ পালানোর পর ৩৫ জনকে তারা ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। গত ছয় মাসে বর্তমান সরকার কোনো বিচার করেনি। এরজন্য আমরা রক্ত দিইনি। যদি সন্ত্রাসীদের বিচার করতে ব্যর্থ হন তাহলে পদত্যাগ করুন, আমরা বিপ্লবী সরকার গঠন করব।
তিনি আরও বলেন, ছাত্রলীগকে মোকাবিলা করার জন্য আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবাই প্রস্তুত। যদি কোনো শিক্ষক কর্মচারী তাদের রক্ষা করতে চায় তাহলে আমরা তাদের প্রতিহত করব। স্বাধীন বাংলাদেশে ছাত্রলীগ, আওয়ামী লীগ ফ্যাসিবাদের কোনো নাম নিশানা থাকতে পারে না।
বিডি প্রতিদিন/নাজিম