ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ আলী।
আজ সোমবার সকালে তিনি এ পদে যোগদান করেন।
মোহাম্মদ আলী ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে স্নাতক, স্নাতকোত্তর ও এমফিল ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার বাড়ি ঠাকুরঁগাও জেলার সদর উপজেলার গোরেয়া ইউনিয়নে মিলনপুর গ্রামে।
বিডি প্রতিদিন/জুনাইদ