বাংলাদেশের মেয়েদের মধ্যে নানা কারণে জরায়ুর ক্যান্সারের ঝুঁকি বেশি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী অনকোলজি ইউনিটের আয়োজনে জরায়ু ক্যান্সার সচেতনতা মাস ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনাস ভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ৯টায় আয়োজিত র্যালিতে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, গাইনী বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার রাশিদা খানম, অধ্যাপক ডাক্তার এস এম সাহিদা, অধ্যাপক ডাক্তার সাবেরা, অধ্যাপক ডাক্তার আশরাফুন্নেসা, উপ-পরিচালক ডাক্তার আশরাফুল আলমসহ গাইনী বিভাগের অন্যান্য চিকিৎসক এবং নার্সরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনার আয়োজন ছিল। এতে বক্তারা জরায়ুর ক্যান্সার প্রতিরোধে টিকাদান কর্মসূচির উপর গুরুত্ব দেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, বিদ্যালয়গামী মেয়েদের সরকারিভাবে বিনামূল্যে জরায়ুর ক্যান্সার প্রতিরোধে টিকাদানের ব্যবস্থা থাকলেও বাদ বাকি মেয়েদের টিকাদানের ব্যাপারে উৎসাহিত করতেই আজকের কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠান সন্ঞ্চালনায় ছিলেন ডাক্তার আসাদুজ্জামান এবং ডাক্তার শারমীন আক্তার।
বিডি প্রতিদিন/আরাফাত