রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গত পাঁচদিন ধরে সিরাজগঞ্জের শাহজাদপুরে ক্লাস বর্জন করে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ পালন করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-কর্মচারী ও শাহজাদপুরবাসীসহ অন্যান্য কলেজের শিক্ষার্থীরাও আন্দোলনে সমর্থন জানিয়ে বিক্ষোভ করেছে।
আন্দোলনের পঞ্চম দিন শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে ক্লাস বর্জন করে অস্থায়ী ক্যাম্পাস চত্বরে ‘ক্যাম্পাস অর ডেথ’ নামে একটি ব্যতিক্রমী নাটক উপস্থাপনের মাধ্যমে স্থায়ী ক্যাম্পাসের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
এছাড়াও সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের দাবিতে রাস্তায় দাঁড়িয়ে নানা ধরনের বিদ্রোহী প্রতিবাদ মূলক গান পরিবেশন করেছেন।
সংগীত বিভাগে ২য় বর্ষের শিক্ষার্থী আব্দুল মমিন বলেন, '২৮ তারিখ মধ্যে যদি আমাদের দাবি মানা না হয় তাহলে সিরাজগঞ্জ সড়ক (হাটিকুমরুল গোল চত্বর) অবরোধ করে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগ বন্ধ করে দেয়া হবে।'
সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাকারিয়া ও মাইশা খাতুন বলেন, 'আমরা রাজপথে নেমেছি আমাদের দাবি আদায়ের জন্য। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে আমরা রাজপথ ছাড়বো না।'
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ৮ বছরেও কোন গঠনমূলক সিদ্ধান্ত নেয়নি। একের পর এক শুধু আশ্বাস দিয়ে গেছে। কিন্তু কোনো ধরনের কাজ তারা বাস্তবায়ন করেনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস.এম. হাসান তালুকদার জানান, শিক্ষার্থীদের দাবির সঙ্গে সহমত জানিয়ে ইতোমধ্যে শিক্ষক-কর্মচারীগনও শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে। আশা করি সরকার দ্রুত স্থায়ী ক্যাম্পাসের বাজেট বরাদ্দ করবে।
বিডি প্রতিদিন/মুসা