রাশেদুল ইসলামের ‘ডারউইন তত্ত্ব ও মডেল মসজিদ এবং ইসলামের মৌলিক বিষয়সমূহ’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। আজ শনিবার বিকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে এ অনুষ্ঠান হয়।
রাশেদুল ইসলামের ‘ডারউইন তত্ত্ব ও মডেল মসজিদ এবং ইসলামের মৌলিক বিষয়সমূহ’ গ্রন্থে কেবলমাত্র এ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের কথা বলা হয়েছে।
পুস্তক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তাফা আবুলউলায়ী, গ্রন্থ উপস্থাপনায় ছিলেন কবি ও গবেষক ড. সাঈফ ফাতেউর রহমান, নির্ধারিত দুজন আলোচকের একজন ইসলামী লেখক নাসির হেলাল এবং অন্যজন তুলনামূলক ধর্মতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হাই।
অনুষ্ঠানে লেখক রাশেদুল ইসলাম গ্রন্থের বিষয়বস্তু এবং এ ধরনের গ্রন্থ লেখার পটভূমি তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও সাভার কোরআন গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইছামতি প্রকাশনীর সত্ত্বাধিকারী মুহাম্মদ রশিদুর রহমান, মাহবুব শাহরিয়ার হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক শারমিনা পারভিন।
বিডি প্রতিদিন/আরাফাত