দীর্ঘ ৮ বছরেও সিরাজগঞ্জের শাহজাদপুরে রীবন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় আন্দোলনে মাঠে নেমেছে ছাত্র-জনতা। গত ৪দিন যাবত রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ স্থানীয় জনতা ও উপজেলার ছাত্র সমাজ।
দ্রুত ক্যাম্পাস নির্মাণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ সকল শিক্ষক ও কর্মচারীরা শিক্ষা মন্ত্রাণালয়ের উপদেষ্টা কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে 'রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ স্থাপন' শীর্ষক প্রকল্প প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য বিবেচনাধীন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের তিনটি ব্যাচের শিক্ষার্থীরা স্নাতক সম্পন্ন করেছেন। তারা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে পদচারণার অধিকার ও আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নানারকম প্রতিকূলতা মেনে নিয়ে কাজ করে যাচ্ছেন। সবাই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জোর দাবি জানিয়ে আসছেন। পরিবর্তিত পরিস্থিতিতে গত আট বছর ধরে ভোগান্তিতে থাকা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবারসহ এর অংশজনের আশার আলো দেখছেন। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এ এই স্মারকলিপির মাধমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাস স্থাপনে দ্রুত যথাযগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস.এম. হাসান তালুকদার জানান, স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের সকল-শিক্ষক-কর্মচারী স্বাক্ষর করেছেন। আশা করছি সরকার দ্রুত ক্যাম্পাস নির্মাণে ব্যবস্থা গ্রহণ করবেন, অথবা বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণা করবেন।
বিডি প্রতিদিন/হিমেল