ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের অধ্যাপক ইয়াসমিন আরা সাথীর সাহিত্য গবেষণামূলক 'সাহিত্যে নারী : কালে কালোত্তরে' নামক গ্রন্থ প্রকাশিত হয়েছে। বইটি কথা প্রকাশ পাবলিকেশন ঢাকা থেকে প্রকাশিত হয়েছে। বইটি এবারের একুশে বইমেলায় পাওয়া যাবে। বইটিতে প্রগৌতিহাসিক কাল থেকে নবজাগরণের উত্তর কাল পর্যন্ত নারীর স্বরূপ, যুক্তির মধ্য দিয়ে নারীর স্বকীয় সত্তার বিকাশ এবং অচলায়তনের মধ্য দিয়ে সাহিত্যে নারীর নিজস্বতা নির্মাণের নানা বিষয় বিশ্লেষণ করা হয়েছে।
লেখক অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী বলেন, ‘সাহিত্যে নারীর নিজস্বতা নির্মাণের পথটি বন্ধুর। তারপরও নারী বাস্তবের সামূহিক সামাজিক পরিস্থিতি অতিক্রম করে আপন অস্তিত্বের জানান দিয়েছে। বইটিতে সাহিত্যে নারীর নিজস্বতা নির্মাণের পথটি অনুসন্ধান করা হয়েছে। প্রাগৈতিহাসিক কাল থেকে নবজাগরণ -উত্তরকাল পর্যন্ত নারীর স্বরূপ যেমন চিহ্নিত হয়েছে তেমনি বর্তমান কালের সাহিত্যে নারীর সাবলীল উজ্জীবন বহু কৌণিক দৃষ্টিতে উপস্থাপিত হয়েছে।’
প্রসঙ্গত, লেখক ও গবেষক ড. ইয়াসমিন আরা সাথী ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'সমরেশ বসুর উপন্যাস 'মধ্যবিত্তজীবন' বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১৯ সালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পোস্ট ডক্টরাল ফেলোশিপ পেয়ে 'কবিগান: সমাজপরিপ্রেক্ষিত ও রূপবৈচিত্রা' শিরোনামে গবেষণা সম্পন্ন করেন। কবিয়াল বিজয় সরকার দর্শন সৃষ্টি ও সাধনা এবং কবিগান সমাজপরিপ্রেক্ষিত ও রূপবৈচিত্র্য নামক তার দুটি গবেষণাগ্রন্থ রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ