সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড.সুমন কান্তি বড়ুয়ার আশ্বাসে মহাসড়ক ছেড়েছে শিক্ষার্থীরা। তবে দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ বাস্তবায়ন না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।
এর আগে আজ মঙ্গলবার সকালে শাহজাদপুর পৌর শহরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর সামনে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে তারা প্রথমে মানববন্ধন কর্মসূচি শুরু করেন। পরে সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০১৬ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির বয়স ৮ বছর পার হলেও স্থায়ী ভবন না থাকায় বিভিন্ন স্থানে ভাড়া ভবনে প্রশাসনিক কাজ ও পাঠদান কার্যক্রম চলছে। নিজস্ব ক্যাম্পাস না থাকায় ১২শ' শিক্ষার্থীর লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে। আবাসন সংকটও দেখা দিয়েছে।
তারা আরো জানান, 'এর আগেও আন্দোলন করেছি। আমরা প্রশাসনকে বলেছি ক্যাম্পাস নির্মাণ করার জন্য। তারা শুধু প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি।'
দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ বাস্তবায়ন না হলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড.সুমন কান্তি বড়ুয়া জানান, শিক্ষার্থীরা যৌক্তিক আন্দোলন করছে। বিশ্ববিদ্যালয়ের জায়গাও অধিগ্রহণ করা আছে। নানা জটিলতায় এত বছর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের কাছে সংশোধিত জিপিপি জমা দিয়েছে। ২৮ জানুয়ারি মন্ত্রণালয়ে বৈঠক রয়েছে। বৈঠকে যদি জিপিপি অনুমোদন হয় তবে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা সম্ভব।
তিনি আরো জানান, 'আমি মনে করি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, কর্তৃপক্ষ, মন্ত্রণালয় ও সরকার বিষয়টি বিশেষ বিবেচনা করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ব্যবস্থা গ্রহণ করবেন।'
এদিকে অবরোধের প্রসঙ্গে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম আলী জানান, সকাল ১১টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ কারণে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ ছিল। ফলে মহাসড়কের উভয়পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। সাড়ে চারটার পর শিক্ষার্থীরা নিজেরাই অবরোধ তুলে নেয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা