সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নের দাবিতে পাবনা-সিরাজগঞ্জ মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর সামনে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করে। শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করে আগুন জ্বালিয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়েছেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থবর্ষের ছাত্র জাকারিয়া ও রায়হান উদ্দিনসহ আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০১৬ সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। ভাড়া ভবনে ক্যাম্পাস চলছে। পর্যাপ্ত কক্ষ না থাকায় ডিপার্টমেন্টের সঙ্কট রয়েছে। আবাসন না থাকায় শিক্ষার্থীরা থাকা নিয়ে চরম সংকটে ভুগছে। এতে পড়াশোনার চরম ব্যাঘাত ঘটছে।
তারা আরও জানান, এর আগেও আন্দোলন করেছি। আমরা প্রশাসনকে বলেছি ক্যাম্পাস করার জন্য। তারা শুধু প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী সাড়ে তিনটার দিকে জানান, সকাল ১১টা থেকে কয়েক ঘণ্টা ধরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। রাস্তায় যানবাহন চলাচল করতে পারছে না। ফলে মহাসড়কের উভয়পাশে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। কখন রাস্তা থেকে সরে যাবে বলা সম্ভব হচ্ছে না।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ