গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ‘রাইটিং এটিএফ সাব-প্রজেক্ট প্রপোজাল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারী) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৭২২নং কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্মশালাটি আয়োজন করে।
আইকিউএসির পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূইয়ার সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড.হোসেন উদ্দিন শেখর। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড.মো.সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড.মোহাম্মদ নাজমুল আহসান।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.রেজাউল করিম এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ জিয়াউল হায়দার।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর বলেন, কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় সহায়ক হিসেবে কাজ করবে। গবেষণায় ভালো করার মধ্য দিয়ে বিশ্বিবদ্যালয়ের র্যাংকিং এগিয়ে যাবে। বর্তমান প্রশাসন গবেষণায় ফান্ডিং বৃদ্ধি করতে প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এই কমর্শালায় বিশ্ববিদ্যালয়ের ৮০জন শিক্ষক অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ