বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তৃতীয় আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন শেষ হয়েছে।
রবিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে দুই দিনব্যপাী আয়োজিত এ শিক্ষা সম্মেলনের ছিল শেষ দিন।
ড্যাফোডিল ইউনিভার্সিটির ঊর্ধ্বতন সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আনোয়ার হাবিব কাজলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম মাহবুব-উল হক মজুমদার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্ট মডেল অ্যাকাডেমির ভাইস প্রিন্সিপাল মোস্তাকিমা ইসলাম মীম, বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব খলিলুর রহমান, মো. গিয়াস উদ্দিন ইমন প্রমুখ।
বিডি প্রতিদিন/কেএ