রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স বিভাগে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। দ্রুত পরীক্ষা নেওয়ার দাবি জানান তারা। রবিবার বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের অভিযোগ, আসন্ন বিসিএস পরীক্ষায় অংশ নিতে বিভাগকে আমরা লেভেল ফাইভ সেমিস্টার-২ দ্রুত সময়ে নেওয়ার অনুরোধ করি। কিন্তু বিভাগ থেকে ইতিবাচক সাড়া পাইনি। সকল বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ সেশনে শিক্ষার্থীরা এই সুযোগ পেলেও আমরা বঞ্চিত হচ্ছি। তাই অবিলম্বে পরীক্ষার দাবিতে বিভাগে তালা দেন তারা।
এর আগে, গত সেপ্টেম্বর থেকে দ্রুত পরীক্ষার দাবিতে আন্দোলন করে আসছেন ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্সেস ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন প্রত্যাহার করেন। গত ১৩ জানুয়ারি ইন্টার্নশিপ থেকে কর্মবিরতি দিয়ে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। ১৬ জানুয়ারি দাবি আদায় না হওয়ায় ফের বিভাগের চেয়ারম্যানসহ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে আন্দোলন করেন তারা।
এ বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও বিভাগের সভাপতি অধ্যাপক মইজুর রহমান সাড়া দেননি।
বিডি প্রতিদিন/এমআই