জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর সহ তিন দফা দাবির লিখিত রেজুলেশন না আসা পর্যন্ত চলমান ‘কমপ্লিট শাটডাউন’ চলমান থাকবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্যে আন্দোলনরত ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফেরদৌস শেখ বলেন, আমরা দীর্ঘদিন ধরে দ্বিতীয় ক্যাম্পাস ও অস্থায়ী আবাসনের দাবিতে আন্দোলন করেছি কিন্তু কোনো ফলপ্রসু সিদ্ধান্ত আসেনি।
গত রবিবার থেকে আমাদের অনশন কর্মসূচির পরিপ্রেক্ষিতে আজকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বৈঠকে বসেছে। বৈঠকে যে সিদ্ধান্তগুলো হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের মৌখিকভাবে জানিয়েছে। সিদ্ধান্তগুলো হলো-
১. আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনী বাস্তবায়ন করবে বলে সম্মতি হয়েছে এবং কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে সিদ্ধান্তে উপনীত হবে বলে জানিয়েছে।
২. প্রকল্পের সাইট পরিদর্শনের জন্য সেনাবাহিনীর একটি দল আগামী রবিবার দ্বিতীয় ক্যাম্পাসে যাবে।
এ শিক্ষার্থী আরও বলেন, উপরের উল্লিখিত সকল তথ্য আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মৌখিক বয়ানে জেনেছি কিন্তু কোনো প্রকার লিখিত ডকুমেন্টস হাতে পায়নি।
সংবাদ সম্মেলনে আন্দোলনরত আরেক শিক্ষার্থী একেএম রাকিব বলেন, আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত রেজুলেশন না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ থাকবে।
তিনি আরও বলেন, কিন্তু এ সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা যেমন; রেজিস্ট্রার অফিস, মেডিকেল সেন্টার, ক্যান্টিন, ডিন ও বিভাগীয় অফিসগুলো শাটডাউনের আওতামুক্ত থাকবে। শাটডাউন অবস্থায় ক্যাম্পাসে কোনো প্রকার বিক্ষোভ, শোডাউন, স্লোগান-মিছিল, জ্বালাও পোড়াও করা যাবে না।
লিখিত রেজুলেশন শিক্ষার্থীদের দাবির অনুকূলে না আসলে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানিয়ে দেব।
বিডি-প্রতিদিন/বাজিত