জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। রবিবার দুপুর ১টার দিকে শহীদ মিনারের সামনে এসে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষকরা। এসময় তারা শিক্ষার্থীদের দুপুরের খাবার খাওয়ার আহ্বান জানান। তবে এতে সাড়া দেননি আন্দোলনকারীরা।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, তোমরা আমাদের সন্তান। তোমাদের এভাবে অনশনে রেখে আমরা শিক্ষক সমিতি বসে থাকতে পারি না। আমরা তোমাদের সব দাবির সাথে একমত। তোমরা যে কর্মসূচি দাও, আমরা তোমাদের সঙ্গে আছি। কিন্তু আমরা চাই, এখন তোমরা শিক্ষক সমিতির সঙ্গে দুপুরের খাবার খাও। আমরা প্রশাসন থেকে আসিনি। আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে এসেছি।
তিনি আরও বলেন, প্রয়োজনে আমরা তোমাদের সঙ্গে নিয়ে প্রশাসনের কাছে যাবো। কবে কাজ হবে, তা নিয়ে প্রশ্ন করবো। এসময় অনশনরত শিক্ষার্থী ও জবি ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব বলেন, আমরা আর কোনো আশ্বাস চাই না। আপনারা আমাদের কাছে আসবেন না। আপনারা মন্ত্রণালয়ে চলে যান, ইউজিসিতে চলে যান। প্রশাসনসহ আপনারা প্রধান উপদেষ্টার কাছে চলে যান। সমাধান সেখান থেকে নিয়ে আসেন। এরপর আমাদের অনশন শেষ করবো।
এর আগে আমাদের অনশন আমরা চালিয়ে যাবো, প্রয়োজনে সবার এখানে গণকবর হয়ে যাবে তবুও আমাদের দাবি পূরণ না হলে অনশন ভাঙবো না।
উল্লেখ্য, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর ও অস্থায়ী আবাসনসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১২ জানুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে আমরণ গণঅনশনে বসেছেন। শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো ১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। ২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে। ৩. যতদিন অব্দি আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।
বিডি প্রতিদিন/আরাফাত