শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বয়স্কদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রের উদ্যোগে মিনি অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
সভায় গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এবিএম আলাউদ্দিন চৌধুরী ও কি নোট স্পিকার হিসেবে ছিলেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়েস্ট লন্ডনের অধ্যাপক হাফিজ টি এ খান।
সেমিনারে উপ-উপাচার্য বলেন, আমাদের বাংলাদেশে জনস্বাস্থ্যর উপর অন্য দেশের তুলনায় এত বেশি গবেষণা হয় না। উন্নত রাষ্ট্রগুলোতে বয়স্কদের চিকিৎসার ব্যয় ভার বহন করা হয়। বাংলাদেশসহ প্রায় উন্নতশীল দেশগুলোতে সে চর্চা নেই। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির উপর বয়স্ক অভিভাবকদের তাকিয়ে থাকতে হয়। কিন্তু বিশ্বায়নের কারণে বাংলাদেশের সন্তানদের মধ্যেও সে চর্চা হারিয়ে যাচ্ছে। জীবনের একটা মুহূর্তে বাপ-মার স্থান হয় বৃদ্ধাশ্রম। আবার এর উল্টো চিত্রও দেখা যায়, বাপ-মায়ের কেবল চিকিৎসা ব্যয় মেটাতে অনেক পরিবারকে নিঃস্ব হতে হয়। তাই রাষ্ট্র নীতি নির্ধারকদের এ বিষয়ে নজর দেওয়া সময়ের দাবি।
বিডি প্রতিদিন/এমআই